মোট = ৪০৯ টি পদে | গণপূর্ত অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি| www. pwd. gov.bd |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান প্রকৌশলীর কার্যালয়
গণপূর্ত অধিদপ্তর
পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
সংস্থাপন শাকা-৪
www. pwd. gov.bd
গ্রহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের তারিখ ২৫/০৩/২০২৫ এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে ১৬ গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত শূণ্য পদসমূহ পূরনের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১।
স্টেনোটাপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর পদ - ২৯টি |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং (গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০৯/২০১৯ তারিখে জারীকৃত মন্ত্রলালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০২৯ এর তফশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হয়। |
২।
নকশাকার পদ - ৪১ টি |
সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস,এস,সি পরিক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে। |
৩।
কার্য সহকারী পদ- ১৪৪টি |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচ,এস,সি অথবা এইচ,এস,সি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বৎসরের বৎসরের বাস্তব অভিজ্ঞতা। |
৪।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ- ৭৬টি |
(ক) কোন স্বীকৃত শিক্ষা বোড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদি-ঙ শাখা কর্তৃক ২৪/০৯/২০২৯ তারিখে জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। |
৫।
হিসাব পদ - ১১৯ টি |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়সহ এইচ,এস,সি পরীক্ষায়।
২য় বিভাগ/সমমানের জিপিএসহ উত্তীর্ণ। |
আবেদন শুরুর তারিখ : ০১/১০/২০২৫, সকাল - ১০.০০ টা। |
আবেদন শেষের তারিখ : ৩১/১০/২০২৫, বিকাল - ০৫.০০ টা। |
জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url