১৩৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি | cs.rajshahi.gov.bd |


১৩৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

cs.rajshahi.gov.bd

 পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি

স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্থণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয, ঢাকা এর তারিখ ১৮/০১/২০২৪ খ্রিঃ এবং ০৫/০৩/২০২৫ খ্রিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, রাজশাহী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত ১১-২০ গ্রেডের (পূর্বতন ৩য়/৪র্থ শ্রেণী) নিম্নলিখিত পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগনের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে csrajshahi.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন এ দরখাস্ত আহবান করা যাচ্ছ। অনরাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। 


পদের না ও পদের সংখ্যা

০১। কম্পিউার অপারেটর 

পদের সংখ্যা: ৪টি 

*কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।

** কম্পিউার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষঠ বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। 

০২। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 

পদের সংখ্যা: ১টি 

* কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেনী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী।

* কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 

*সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের থাকতে হবে। 

*কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের থাকতে হবে। 

০৩। পরিসংখ্যানবিদ 

পদের সংখ্যা: ০৪টি 

*কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতন (সম্মান) বা সমমানের ডিগ্রী। 

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 

০৪। কীটতত্ত্বীয় টেকনিশিয়ান 

পদের সংখ্যা: ২টি 

*কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণি।

০৫। অফিস সহকারী কাম কম্প্টিার মুদ্রাক্ষরিক 

পদের সংখ্যা: ৩টি 

*কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 

*কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। 

০৬। ষ্টোর কিপার

পদের সংখ্যা: ৫টি 

*কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

০৭। স্বাস্থ্য সহকারী 

পদের সংখ্যা: ১১৮টি 

* কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

০৮। ড্রাইভার 

 পদের সংখ্যা: ০২টি 

*কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিপিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

*বিআরটিএ হালকা যানবহন চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 



আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: 

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে  হবে: 

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://csrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 



Circular







Online - এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৪.১১.২০২৫ সময় সকাল ১০.০০ ঘটিকা। 

Online - এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৪.১২.২০২৫ সময় বিকাল ৫.০০ ঘটিকা। 



sms দেওয়ার step by step : 

প্রথম SMS: CSRAJSHAHI<space>  User Id লিখে 16222 নম্বরে send করতে হবে। 

Example: CSRAJSHAHI<space>  RNPL send to 16222    

দ্বিতীয়  SMS: CSRAJSHAHI: CSRAJSHAHI<space>  Yes <space>  PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। 

Example:  CSRAJSHAHI<space> Yes <space> 1234567 send to 16222 


শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজি নিজ User ID এবং Password পুনরূদ্ধার করতে পারবেন। 

User ID জানা থাকলে CSRAJSHAHI<space>Help<space>User<space>User ID & send to 16222. 

Example: CSRAJSHAHI Help User ABCDEF & send to 16222 

PIN Number জানা থাকলে CSRAJSHAHI<space>Help<space>PIN<space>PIN No & send to 16222.

Example: CSRAJSHAHI Help PIN 12345678 & send to 16222


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url