১৩৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি | cs.rajshahi.gov.bd |
১৩৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি
স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্থণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয, ঢাকা এর তারিখ ১৮/০১/২০২৪ খ্রিঃ এবং ০৫/০৩/২০২৫ খ্রিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, রাজশাহী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত ১১-২০ গ্রেডের (পূর্বতন ৩য়/৪র্থ শ্রেণী) নিম্নলিখিত পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগনের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে csrajshahi.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন এ দরখাস্ত আহবান করা যাচ্ছ। অনরাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
পদের না ও পদের সংখ্যা
০১। কম্পিউার অপারেটর
পদের সংখ্যা: ৪টি
*কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
** কম্পিউার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষঠ বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
০২। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১টি
* কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেনী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
* কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
*সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের থাকতে হবে।
*কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের থাকতে হবে।
০৩। পরিসংখ্যানবিদ
পদের সংখ্যা: ০৪টি
*কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতন (সম্মান) বা সমমানের ডিগ্রী।
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
০৪। কীটতত্ত্বীয় টেকনিশিয়ান
পদের সংখ্যা: ২টি
*কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণি।
০৫। অফিস সহকারী কাম কম্প্টিার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩টি
*কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
*কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
০৬। ষ্টোর কিপার
পদের সংখ্যা: ৫টি
*কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
০৭। স্বাস্থ্য সহকারী
পদের সংখ্যা: ১১৮টি
* কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
০৮। ড্রাইভার
পদের সংখ্যা: ০২টি
*কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিপিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
*বিআরটিএ হালকা যানবহন চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://csrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Circular
Online - এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৪.১১.২০২৫ সময় সকাল ১০.০০ ঘটিকা।
Online - এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৪.১২.২০২৫ সময় বিকাল ৫.০০ ঘটিকা।
sms দেওয়ার step by step :
প্রথম SMS: CSRAJSHAHI<space> User Id লিখে 16222 নম্বরে send করতে হবে।
Example: CSRAJSHAHI<space> RNPL send to 16222
দ্বিতীয় SMS: CSRAJSHAHI: CSRAJSHAHI<space> Yes <space> PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: CSRAJSHAHI<space> Yes <space> 1234567 send to 16222
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজি নিজ User ID এবং Password পুনরূদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে CSRAJSHAHI<space>Help<space>User<space>User ID & send to 16222.
Example: CSRAJSHAHI Help User ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে CSRAJSHAHI<space>Help<space>PIN<space>PIN No & send to 16222.
Example: CSRAJSHAHI Help PIN 12345678 & send to 16222
জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url