১০,২১৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর | dpe.gov.bd


১০,২১৯ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২ মিরপুর, ঢাকা-১২১৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্তখাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্যপদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতনস্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করা যাচ্ছে। 

পদের নাম : সহকারী শিক্ষক 

পদের সংখ্যা : ১০,২১৯

শিক্ষা গত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। 

শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমাকনের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। 

অনলাইনের আবেদন শুরুর তারিখ : ০৮/১১/২০২৫ সকাল ১০:৩০ মিনিট 

অনলাইনের আবেদন শুরুর তারিখ : ২১/১১/২০২৫ রাত ১১:৫৯ মিনিট





শর্তাবলী: 

* http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে Application Form পূরনের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে Application Form পূরণ করে Submit করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর User ID সহ  Unpaid স্ট্যাটাস সম্পন্ন  Draft Applicant's Copy  তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে;

* আবেদন ফি জমা দানের পূর্বে আবেদন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তর্থের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোন ভুল পরিললিক্ষত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির ২নং শর্ত অনুসরণ করে নতুন করে আবেদন ফরম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত Unpaid  স্ট্যাটাস সম্পন্ন আবেদন ড্রাফট কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে;

আবেদন ফি পরিশোধের পর আবদনে প্রদত্ত মোবাইল নম্বরে sms - এর মাধ্যমে আবেদনকারীকে User ID -সহ একটি Password দেয়া হবে। এরপরে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের Download Applicant's Copy ট্যাবে ক্লিক করে মোবাইললে প্রাপ্ত User ID ও Password Submit করে Paid স্ট্যাটাস সম্পন্ন Fainal Applicant's Copy পাওয়া যাবে। Final Applicant's- এর রঙ্গিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেয়াবধি আবশিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোন তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে Application From পূরনের সুযোগ থাকবে না।









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url