১ম শ্রেণী হতে ৯ম শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি | gsa teletalk com bd
১ম শ্রেণী হতে ৯ম শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি
সরকারি ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়সমূহে
২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি
(ক) ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী
ভর্তি করা হবে ।
আবেদন শুরু তারিখ ২১-১১-২০২৫ খ্রি সকাল ১১:০০
আবেদন শেষ তারিখ ০৫-১২-২০২৫ খ্রি বিকাল ০৫:০০
(খ) মহানগরী, জেলার সদর উপজেলা ও অন্যান্য
উপজেলার উপজেলা সদরে অবস্থিত বেসকারি স্কুল, স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক
ও সংযুক্ত প্রাথমিক স্তর) এ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি।
(গ) শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়
হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না ।
(ঘ) প্রার্থীগণ আবেদনের সময় প্রতিষ্ঠান
নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা, জেলার সদর উপজেলা
এবং অন্যান্য উপজেলার উপজেলার সদর অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পবে। এক্ষেত্রে
প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ০৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে
নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে ০২টি পছন্ডক্রম (০২টি
বিদ্যালয় পছন্ডক্রম) সম্পাদন হয়েছে বলে গণ্য হবে । একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা
শিফট দ্বিতীয় বার পছন্দ করলে ০২টি পছন্দক্রম (০২টি বিদ্যালয় পছন্দক্রম) সম্পাদন হয়েছে
বলে গন্য হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।
জাতীয় শিক্ষানীতি ২০১০ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভার্তির নীতিমালা অনুযায়ী
১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে । তবে কাঙ্খিত শিক্ষাবর্ষের
০১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ০৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ
০৭ বছর পর্যন্ত হবে ।
(ঙ) ঢাকা মহানগরীসহ সরাদাশের মহানগরী
পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলার
উপজেলা সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের
সন্তানদের (যদি থাকে) তাদের ভর্তির ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ থাকবে।
(চ) পোষ্য বা আত্মীয়-স্বজন বা ম্যানেজিং
কমিটির জন্য কোনো আসন সংরক্ষণ থাকবে না ।
ভর্তির আবেদন শুরুমাত্র অনলাইনে https://gsa.teletalk.com.bd
এই ঠিকানায় পাওয়া যাবে।
২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি
১০০/- (একশত) টাকা । শুধুমাত্র টেলিকট প্রি-পেইড মোবাইল হতে এসএমএস এর মাধ্যমে প্রদান
করা যাবে।
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে
শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url