ফাইনান্সিয়াল রিপোটিং কাউন্সিল অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় | https://frc.teletalk.com.bd

নিয়োগ বিজ্ঞপ্তি

ফাইনান্সিয়াল রিপোটিং কাউন্সিল 

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় 

পর্যটন ভবন (৯ম তলা), প্লট নং-ই-৫, সি/১, পশ্চিম আগারগাঁও 

শের-ই-বাংরা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭


ফাইনন্সিয়াল রিপোটিং কাউন্সিলের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদেরকে অনলাইনে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে https://frc.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পদের না ও পদের সংখ্যা

১। প্রোগ্রামার (গ্রেড-৬) - ০১

২। সহকারী পরিচালক(গ্রেড-৯) - ১০

৩। মানদন্ড নির্ধারণী কর্মকর্তা (গ্রেড-৯) - ০২ 

৪। মনিটরিং কর্মকর্তা (গ্রেড-৯) - ০৪ 

৫। নিরীক্ষা চর্চা কর্মকর্তা (গ্রেড-৯) - ০৮ 

৬। সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯)- ০১ 

৭। সহকারী মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯)- ০১ 

৮। হিসাব রক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০)- ০১
৯। ব্যক্তিগত সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)-০৫

১০। হিসাব রক্ষক (গ্রেড-১৪) - ০১ 

১১। হিসাব সহকারী (গ্রেড-১৪) - ০১ 

১২। স্টোর কিপার (গ্রেড-১৬)- ০১ 

১৩। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) - ০১ 

১৪। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রড-১৬)- ১০ 

১৫। অফিস সহায়ক (গ্রেড-২০)- ১০  


**ক্রমিক নং- ২, ৩, ৪ এবং ৫ পদসমূহের জন্য (১) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং বিভাগ বা সমমানেনর জিপিএ গ্রহণযোগ্য হবে না এবং (২) কোনো স্বীকৃত ইন্সটিটিউট হতে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজসহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপপ্ত হতে হবে। 

 

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: 

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://frc.teltalk.com.bd ওয়েবসাইটে আবেদনফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 


Online - এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ০৬.০১.২০২৬ সময় সকাল ১০.০০ ঘটিকা। 

Online - এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৬.০১.২০২৬ সময় বিকাল ৫.০০ ঘটিকা। 


**উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। 


**নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে: 

০১.১২.২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বৎসর ক্রেমিক নং ০২-১৫ পদের ক্ষেত্রে প্রয়োজ্য। তবে প্রোগ্রামার পদের জন্য বয়সসীমা সর্বেচ্চি ৩৫ বৎসর।





Circular Download Click 

 https://frc.teletalk.com.bd










SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: 

Online এ আবেদনপত্র Application from যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভবে আবেদপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's Copy তে User ID নম্বর দেয়া থাকবে এবং User IDনম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ২ টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। 


১-৮ নং পদের জন্য ২০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা,  ৯-১৪ নং পদের জন্য ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা, ১৫ ক্রমিকের জন্য পরীক্ষঅর ফি ৫০/- ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকাসহ মোট ৫৬/- টাকা  এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের পরিক্ষার ফি সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য Online এ  আবেদনপত্রের সকল অংশ পূর্রণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।


sms দেওয়ার step by step : 

প্রথম sms: FRC<space>  User Id লিখে 16222 নম্বরে send করতে হবে। 

Example: FRC<space>  ABCDEF send to 16222    

দ্বিতীয়  SMS: FRC: FRC<space>  Yes <space>  PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। 

Example: FRC<space> Yes <space> 1234567 send to 16222 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url