বাংলাদেশ নৌবাহিনীতে ১৫তম ও ১৬তম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ | www.navy.mil.bd


                                                                বাংলাদেশ নৌবাহিনী

www.navy.mil.bd

বাংলাদেশ নৌবাহিনীতে ১৫তম ও ১৬তম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ ।

বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য অস্থায়ী ভিত্তিতে পূরণে জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ 

পদের নাম ও পদের সংখ্যাঃ 

১। এমটিডি - ৮৯  

(ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী; এবং 

(গ) ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

২। ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১) - ১ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী; এবং

(গ)  ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৩। ক্রেন ড্রাইভার (ক্লাস-১) - ১  

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী; এবং

(গ)  ভারী যানবাহন চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৪। ফর্ক লিফট ড্রাইভার - ২ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী; এবং

(গ)  ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৫। ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২) - ৩ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী; এবং

(গ)  ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৬। ক্রেন ড্রাইভার (ক্লাস-২) - ৫ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী; এবং

(গ)  ভারী যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।




Circular Download Click Hare




http://bndcp.teletalk.com.bd 






অনলাইনে আবেদন শুরুর তারিখ ২৮-১২-২০২৫ খ্রিঃ সকাল ১০.০০ টা।

অনলাইনে আবেদন শেষ তারিখ ২০-০১-২০২৬ খ্রিঃ বিকাল ০৫.০০ টা।


SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: 

Online এ আবেদনপত্র Application from যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভবে আবেদপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's Copy তে User ID নম্বর দেয়া থাকবে এবং User IDনম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ২ টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/১ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য Online এ  আবেদনপত্রের সকল অংশ পূর্রণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।


Sms দেওয়ার step by step

প্রথম sms: BNDCP<space>  User Id লিখে 16222 নম্বরে send করতে হবে। 

Example: BNDCP <space>  ABCDEF send to 16222    

দ্বিতীয়  SMS: BSA : BNDCP <space>  Yes <space>  PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। 

Example: BNDCP <space> Yes <space> 1234567 send to 16222


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url