নিয়োগ বিজ্ঞপ্তি | বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা (সংস্থাপন শাখা) | www.khulnadiv.gov.bd | divcomkhul.teletalk.com.bd

নিয়োগ বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকর 

বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা

(সংস্থাপন শাখা)

www.khulnadiv.gov.bd


নিয়োগ বিজ্ঞপ্তি 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত্ত কর্মচারি গবেষণা ইউনিটের খুলনার অধীনস্থ সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পসমুহ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী নিয়োগের লক্ষ্যে প্রযোজনীয় যোগ্যতা সম্পন্ন খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবাণির্ত শর্তে Online-এ http://divcomkhul.teletalk.com.bd দরখাস্ত আহবান করা যাচ্ছে। Online ব্যতিত কোন আবেদন গ্রহণ করা হবে ন। 




অনলাইনে আবেদন শুরুর তারিখ ০৬-০১-২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ টা।

অনলাইনে আবেদন শেষ তারিখ ২৬-০১-২০২৬ খ্রিঃ বিকাল ০৫.০০ টা।



পদের নাম ও পদের সংখ্য

০১. কম্পিউটার অপারেটর - ০১ 

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যঅলয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান)) বা সমমানের ডিগ্রী: এবং 

(খ) কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯ এর তফসিল-২ এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ।  

০২. হিসাবরক্ষক - ০২ 

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাণিজ্য বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী: 

(খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিটার ট্রাবলসুটিং এ দক্ষতা; এং 

(গ) বিবাগীয় কমিশনার অফিসের কর্মচারী কর্মাচরী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধতি-২০২৪) এর তফসিল–২,৩ ও ৪ ফনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 

০৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৪ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেশিক কম্পিউটার ট্রাবলসুটিং এ দক্ষতা; এবং 

(গ) বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত-২০২৪) এর তফসিল-২, ৩ ও ৪ অনুযায় গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 

০৪. ডাটা এন্টি কন্ট্রোল অপারেটর - ০৪ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং 

(খ) বিভাগীয় কমিশনার অফসের কমৃচার নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশেঅধতি-২০২৪) এর তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 

০৫. রেকর্ড কীপার - ০১ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেশিক কম্পিউটার ট্রাবলসুটিং এ দক্ষতা; এবং 

(গ) বিভাগীয় কমিশনার অফিসের কর্মাচালী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত-২০২৪) এর তফসিল-২, ৩  ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

০৬. ডেসপাচ রাইডার - ০৪ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) মোটরসাইকের চালনায় বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ রাইসেন্সধারী;

(গ) বিভাগীয় কমিশনার অফিসের কর্মাচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশেঅধিত-২০২৪) এর তফসিল-৬ অনুযায়ী গৃহীত পরক্ষিায় উত্তীর্ণ। 

০৭. অফিস সহায়ক - ০৮ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং 

(খ) বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত–২০২৪) এর তফসিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

০৮. অর্ডারলী - ০২ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং 

(খ) বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত–২০২৪) এর তফসিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

০৯. নিরাপত্তা প্রহরী - ০১ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হ মধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; 

(খ) সুস্বাস্থ্যের অধিকারী; এবং 

(গ) বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত-২০২৪) এর তফসিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 

১০. মালী - ০১ 

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) বিভাগীয় কমিশনার অফিসের কর্মচার নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত-২০২৪) এর তফসিল-৬ অনযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

Circular Download Click Hare 

https://divcomkhul.teletalk.com.bd/docs/divcomkhul_circular_2025.pdf

আবেদনের শর্তাবলীঃ

*  প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

* বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী  ঠিকানা উল্লেখ করতে হবে। 

* বিভাগীয় কমিশনার, খুলনা বরাবর আবেদন করতে হবে। 

* প্রার্থীর বয়সমীমা ০১ জানুয়ারী, ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। 





  বর্ণিত সময়ের মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ Online - এ আবেদনপত্র submit এর সময় থেকে  পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যে কোন Teletalk Pre-paid  মোবাইল নম্বরের মাধ্যমে sms করে পরীক্ষা  ফি জমা  দিতে পারবেন। 


Sms দেওয়ার step by step

প্রথম sms: DCK <space>  User Id লিখে 16222 নম্বরে send করতে হবে। 

Example: DCK  <space>  ABCDEF send to 16222    

দ্বিতীয়  SMS: DCK: DCK <space>  Yes <space>  PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। 

 Example: DCK  <space> Yes <space> 1234567 send to 16222

      

বিশেষভাবে উল্লেখ্য যে, Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online- আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। 

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।         


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জব বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url